২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:০১:৩০ অপরাহ্ন


চারঘাটে পানির অভাবে বিপাকে পাট চাষীরা
চারঘাট রাজশাহী প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২২
চারঘাটে পানির অভাবে বিপাকে পাট চাষীরা চারঘাটে পানির অভাবে বিপাকে পাট চাষীরা


চারঘাটে পাট চাষিরা চরম বিপাকে পড়েছেন। অনাবৃষ্টিতে পাট ক্ষেতেই শুকিয়ে যাচ্ছে পাট। পানির অভাবে পাট জাগ দিতে পারছে না। কোন কোন স্থানে পুকুর জলাশয় শ্যালো মেশিন দিয়ে পানি দিয়ে পাট জাগ দিলেও দুই তিন দিন পর পানি শুকিয়ে যাচ্ছে। বৃষ্টির পানির অভাবে পাট কেটে জমিতে ধান রোপন করতে পারছে না তারা। চাষীদের সারা বছরের পুঁজি খাটিয়ে পাট চাষ করলেও পাট কাটার মৌসুমে এসে পানির অভাবে সব শেষ হয়ে যাচ্ছে।

চারঘাট উপজেলার নন্দন গাছি,হলুদাগাছি, কাকরামারি এলাকার চাষীরা জানান তারা বাহান্ন শতাংশের তিন চার বিঘা করে জমিতে পাট চাষ করেছেন। প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১৫ হাজার টাকা করে পুঁজি খাটিয়েছেন। বর্তমানে পানির অভাবে সব পাট নষ্ট হয়ে যাচ্ছে।

চারঘাট উপজেলার কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার জানান চলতি বছরে চারঘাট উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জমিতে পাট চাষ হয়েছে মোটামুটি ভালো। শেষ মুহূর্তে পানির অভাবে চাষিরা পাট জাগ দিতে পারছে না। তিনি জানান প্রতি মন পাঠের উৎপাদন খরচ ১৫০০ থেকে ২০০০ টাকা। বর্তমান বাজারে ভালো মানের এক মন পাট বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টাকায়। পাটের বাজার মূল্য চাষিরা লাভবান হলেও আবহাওয়া বিরূপ চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি।

রাজশাহীর সময়/এ