২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:২৬:৪৮ অপরাহ্ন


পাবনার বেড়ায় ব্যবসার আড়ালে চলছে রমরমা জুয়ার আসর
এস,এম জহুরুল হক, পাবনা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২২
পাবনার বেড়ায় ব্যবসার আড়ালে চলছে রমরমা জুয়ার আসর ফাইল ফটো


পাবনার বেড়ায় বিপিএলকে খেলা কেন্দ্র করে চায়ের দোকান, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের নামে চলছে রমরমা জুয়ার ব্যবসা। বেড়ায় সমস্ত ক্লিনিক গুলোর নামমাত্র কয়েকটিতে লাইসেন্স থাকলেও অন্যান্য ক্লিনিক গুলোত লাইসেন্সের বালাই নেই বললেও চলে, আর পরিবেশের কথা বলার কোনো প্রশ্নই আসেনা। আর প্রশাসন যেনো নিরব দর্শকের তালিকায়।

কয়েকমাস পুর্বে চৌধুরী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বিতাড়িত হয়ে আসা স্বপন "নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার " নামে একটা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার পাশাপাশি সন্ধার পরে বসে জুয়ার আসর। এর আগে জুয়া খেলার সময় আটক হয়েছেন "নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার " এর স্বপন সহ কয়েকজন।

বেড়া থানা পুলিশসুত্রে জানাযায়, তখনকার আটককৃতদের তথ্যের ভিত্তিতে জানাযায়  "দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক" এর পরিচালক আনোয়ার হোসেন সহ ওই ক্লিনিকের আরো কয়েকজন স্টাফ জুয়ার সাথে জড়িত। সন্ধার পর থেকে এসব ক্লিনিকে চলে রমরমা জুয়ার আসর।

এবিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ্র সরকার বলেন, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে স্বপনসহ কয়েকজনকে আটক করা হয়।অনুসন্ধান অব্যাহত রয়েছে বাকীদের আইনের আওতায় আনা হবে।

রাজশাহীর সময় /এএইচ