২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:২৩:২২ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২২
রাজশাহী মহানগরীতে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহী মহানগরীতে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মাদক কারবারী মোঃ সুজন আলী (২৩) গ্রেফতার।


রাজশাহী মহানগরীতে ১৯৯ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ মোঃ সুজন আলী (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।  

বুধবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় কাটাখালী থানাধীন কাপাশিয়া পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাজমুল এর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ইটের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মাদক কারবারী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ছত্রগাছা পশ্চিমপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে মোঃ সুজন আলী।  

বুধবার (২০ জুলাই) রাতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগর কাটাখালী থানাধীন কাপাশিয়া পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাজমুল এর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে ইটের রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত Tapentadol Tablet রেখে এলাকার মাদকসেবীদের নিকট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে বুধবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় উক্ত স্থানে পৌছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ সুজন আলী কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ২৯(ক) ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব। 

রাজশাহীর সময়/এ