১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:০১:০৬ অপরাহ্ন


বাংলাদেশের লেখিকা সংঘ, রাজশাহীর ঈদ পুর্নমিলনী ও মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৭-২০২২
বাংলাদেশের লেখিকা সংঘ, রাজশাহীর ঈদ পুর্নমিলনী ও মিলনমেলা বাংলাদেশের লেখিকা সংঘ, রাজশাহীর ঈদ পুর্নমিলনী ও মিলনমেলা


বাংলাদেশ লেখিকা সংঘের রাজশাহী জেলা শাখার উদ্যোগে ‘ঈদ পুর্নমিলনী ও মিলনমেলা’ অনুষ্ঠান উদযাপন করেছে। 

মঙ্গলবার (১৯ জুলাই) দিনব্যাপী রাজশাহীর নগরীর চৌদ্দপাই-এ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 লেখিকা সংঘের সদস্যরা এ উপলক্ষে কবিতা আবৃতি ও সঙ্গীত পরিবেশন করেন। ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করেন। অনুষ্ঠানে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ লেখিকা সংঘ রাজশাহীর সভাপতি বিশিষ্ট নারীনেত্রী, সংগঠক ও কবি অধ্যাপিকা রাশেদা খালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লেখিকা সংঘের সদস্য রেবেকা আসাদ, প্রফেসর সাঈদা বেগম, ড. শিরীন আখতার নীনা, ড. সুলতানা নাজনীন, রোজালিনা সামআ, জাকিয়া তরফদার, ফেরদৌস নেক পারভীন, মাহবুবা ইয়াসমিন, ড. নূরে এলিস, জয়তুনা খাতুন, নার্সিস নূরুল্লাহ, ড. মারজানা সাবিহা শুচি, ড. রুমি শাইলা শারমিন, পূরবী রায়, কল্পনা রায় ভৌমিক, লাইজু পারভীন, ড. নাসরিন লুবনা, স্বপ্না খাতুন, প্রমুখ। অনুষ্ঠানে সদস্যরা মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

রাজশাহীর সময়/এম