২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৬:৩৮:৪৭ অপরাহ্ন


জ্বালানি সাশ্রয়ে নামাজের সময় ছাড়া মসজিদে এসি বন্ধ থাকবে
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৮-০৭-২০২২
জ্বালানি সাশ্রয়ে নামাজের সময় ছাড়া মসজিদে এসি বন্ধ থাকবে ফাইল ফটো


জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল থেকে সারা দেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এদিকে জ্বালানি সাশ্রয়ে মসজিদে নামাজের নির্দিষ্ট সময় ছাড়া এয়ারকন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।  

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।বিজ্ঞাপন

জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আজ সোমবার (১৮ জুলাই) থেকেই বন্ধ রাখা হবে। এ ছাড়াও রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে তাগিদ দেন তিনি।  

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে এক দিন করে পেট্রল পাম্প বন্ধ রাখা।