২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৯:৩৪:৪৪ অপরাহ্ন


পাহাড়ের ভিডিও করতে করতে সাক্ষাৎ যমের মুখোমুখি
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২২
পাহাড়ের ভিডিও করতে করতে সাক্ষাৎ যমের মুখোমুখি পাহাড়ের ভিডিও করতে করতে সাক্ষাৎ যমের মুখোমুখি


সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ঘটনা ঘটে তাদের মধ্যে বেশ কিছু জিনিস মানুষ খুব পছন্দ করেন আবার কখনও, কখনও তা বেশ বিরক্তির উদ্রেক করে ৷ তবে সোশ্যাল মিডিয়া নিয়ে নানা মুনির নানা মত হলেও একটা কথা নিঃসন্দেহে বলা যায় যে এই দুনিয়া সামনে আসার পর আপনার হাতের মুঠো দিয়ে পৃথিবীর নানা প্রান্তের জিনিস আশ্চর্য ভাবে আপনার কাছে চলে আসে৷

এই ভাবেই একাধিক ভিডিও ভাইরাল হয়৷ আর সব এই ধরণের ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমের প্রোফাইল থেকে অজানা অচেনা মানুষরা নেটিজেনদের পরিচয় হয়ে যায়৷ একাধিক ভাইরাল ভিডিও দেখে থাকলেও আজ যে ভাইরাল ভিডিওটির কথা হচ্ছে তা একেবারে অন্যরকমের৷ মনের অসম শক্তি ও সাহস থাকলেই এই ভিডিও দেখা উচিত ৷

কারণ ভিডিওটির শেষে এমন পরিণতি রয়েছে যা ভিডিও-র শুরু দেখলে বিশেষ ভাবে কেউই ধারণা করতে পারবেন না৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে বরফ , পাথর মেশানো ব্যাপক গতির মোটা তোড়ের প্রবল ধারা৷ ভূগোলের ভাষায় যাকে অ্যাভালেঞ্চ বলে৷

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে কী প্রবল গতিতে নেমে আসছে পাহাড়ের ধস৷ বেশ খানিকটা দূর থেকে এই ধসের মুহূর্তে ক্যামেরায় বন্দি করছিলেন কেউ একজন৷

দূর থেকে সবেগে ধেয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছিল , কিন্তু এরপরেই সেই ভয়ানক প্রবল বেগে ধেয়ে আসা প্রবল জল, বরফ, পাথর মিশ্রিত ধারা সেই ক্যামেরাম্যানের গায়ে মাথার ওপর দিয়ে জল চলে যায়৷ মাথার ওপর দিয়ে জলের প্রবল স্রোতে নাকানিচোবানি খান চিত্রগ্রাহক ৷

ভিডিওটি যে প্রোফাইল থেকে আপলোড করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে এই ভয়ানক পাহাড়ি ধসের ঘটনাটি কাজকস্তানের কোনও এক প্রান্তের ৷