২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:১২:৫৭ অপরাহ্ন


মাছের জালে আটকে গেল বিশাল ময়াল সাপ! দামোদরের জলে সে কী কাণ্ড
এক্সক্লুসিভ:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২২
মাছের জালে আটকে গেল বিশাল ময়াল সাপ! দামোদরের জলে সে কী কাণ্ড মাছের জালে আটকে গেল বিশাল ময়াল সাপ! দামোদরের জলে সে কী কাণ্ড


মাছ ধরবেন বলে দামোদরের জলে জাল ফেলেছিলেন মৎস্যজীবী। জাল ভারী ভারী ঠেকছিল। ভেবেছিলেন সত্যিই হয়তো বড়সড় কোনও মাছ  ধরা পড়ল তাঁর জালে, কপাল এবার খুলল বলে।

কিন্তু না, সে গুড়ে বালি। জাল জল থেকে তুলতেই মৎস্যজীবীর চক্ষু চড়কগাছ। এ তো মাছ নয়! এ যে আস্ত একটা ময়াল সাপ।

লম্বা, মোটা সাপটিকে জালে দেখতে পেয়ে স্থানীয়রাও চমকে ওঠেন। গোটা এলাকাতেই চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদে।

জল থেকে তুলে সাপটিকে জাল সমেত রাতুড়িয়া গ্রামের ভেতর একটি মন্দিরে নিয়ে আসা হয়। এদিকে মাছের জালে সাপ ধরা পড়েছে শুনেই তো হইহই পড়ে যায় গ্রামজুড়ে। সকলে ছুটে আসেন বিশালাকায় সাপটিকে দেখতে। ঘটনাস্থলে আসে পুলিশও। উত্তেজিত জনতার ভিড় সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। সাপ ধরার পর খবর দেওয়া হয় বন দফতরকে। কিন্তু তারা সময়মতো এসে পৌঁছয়নি বলে অভিযোগ। এত বড় সাপ দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।