২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩৫:২১ অপরাহ্ন


গোদাগাড়ীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
গোদাগাড়ীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু গোদাগাড়ীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু


রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাপায় আনন্দ সরেন (১৩) নামের এক সাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ সরেন উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। এছাড়া সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করে। এ সময় সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম।