২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৯:২৩:২০ অপরাহ্ন


প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতেই জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতেই জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায় ফাইল ফটো


শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন বলে জানিয়েছেন অভিবাসন কর্মকর্তারা। তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছাড়লেন। দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে গেছেন। আজ পার্লামেন্টে এ ব্যাপারে ঘোষণা দিতে পারেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে।

প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কায় বুধবার (১৩ জুলাই) সকাল থেকে আবার নতুন করে বিক্ষোভের দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী। এই পরিস্থিতির মধ্যেই দেশব্যাপী জারি করা হয়েছে জরুরী অবস্থা।

বিক্রমাসিংহের মুখপাত্র দিনুক কলম্বেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রাজশাহীর সময়/এ