নাগপুরে প্রবল বৃষ্টিতে ভেসে গেল আস্ত গাড়ি। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত ওই চার চাকার গাড়িটিতে মোট ৮ জন ছিলেন। আরও তিন জনের খোঁজ পাওয়া যায়নি। বাকি দুজন সাঁতরে নিরাপদে পৌঁছেছেন।
জানা গেছে, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন ওই ৮ জন। সেখান থেকে ফেরার পথে প্রবল বৃষ্টির মুখে পড়েন। নাগপুরের সাভনের তেহসিলে একটি ব্রিজ পারাপার করার সময় তাঁদের গাড়িটি জমা জলে ডুবে যায়। স্রোত ভাসিয়ে নিয়ে যায় গাড়িটিকে। ভিডিওতে দেখা গেছে জল উঠে গেছে গাড়ির প্রায় ছাদ অবধি। সমস্ত সিট ডুবে গেছে। খোলা জানলা দিয়ে একটা মাত্র হাত বেরিয়ে আসে। গাড়ির ছাদে রাখা আছে সেই হাত।
এও দেখা গেছে, আশপাশে রাস্তার ধারে দাঁড়িয়ে লোকজন গাড়ির এই দশা তাকিয়ে দেখছেন, অথচ কেউ সাহায্যে এগিয়ে যাচ্ছেন না। কেউ কেউ তো আবার ফোন বের করে ছবিও তুলছেন। এই দৃশ্য নিঃসন্দেহে চূড়ান্ত অমানবিকতার নিদর্শন।
যে ব্রিজে এই অঘটন ঘটেছে, তার চারপাশে কোনও রেলিং ছিল না। ব্রিজের উপর দিয়ে যে জল বইছিল, তাতেই গাড়িটি ভেসে গেছে।
ভেসে যাওয়া গাড়িটির বাসিন্দারা সকলেই মধ্যপ্রদেশের মুলতাইয়ে থাকেন। নাগপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন তাঁরা।
এখনও পর্যন্ত যাঁদের দেহ উদ্ধার করা গেছে তাঁরা হলেন, রোশনি চৌকিদার (৩২), দর্শ চৌকিদার (১০) এবং গাড়ির চালক লীলাধর হিওয়ারে (৩৮)। গত এক মাসে প্রবল বর্ষণের কারণে মহারাষ্ট্রে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে।