২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:২৩:৪১ পূর্বাহ্ন


বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের: ওয়াকার
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২২
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের: ওয়াকার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে পাকিস্তানের: ওয়াকার


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর তিন মাসের মতো। এরই মধ্যে দল গুছিয়ে এনেছে প্রায় সব দলই। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে পাকিস্তানের ভালো সুযোগ দেখছেন দেশটির সাবেক তারকা ও একসময় কোচের দায়িত্ব পালন করা ওয়াকার ইউনিস। ৩০ বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতেই প্রথমবার বিশ্বকাপ জয় করেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি বিশ্বকাপে ওয়াকারকে স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানের ফর্ম ও র‍্যাঙ্কিং।

গত বছরই মাঠে গড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড চ্যাম্পিয়নরা। এবার প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের দেশে আয়োজন করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ দেখছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার ওয়াকার ইউনিস।

৩০ বছর আগে এই অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন ইমরান খানের আহত সিংহরা। তবে সেই ইতিহাস নয়; বরং ওয়াকারকে স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানের ফর্ম ও র‍্যাঙ্কিং। বর্তমানে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। এক ও দুইয়ে থাকা ভারত ও ইংল্যান্ডের চেয়ে তারা খুব একটা পিছিয়ে নেই বলেই বিশ্বাস এই কিংবদন্তির।

পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিসকে স্বপ্ন দেখাচ্ছে পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং লাইনআপও। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দুই ব্যাটারই পাকিস্তানের। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ফর্ম আশাবাদী করে তুলেছে তাকে। আইসিসি ডিজিটালে পাকিস্তানের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের ভালো করার বড় সুযোগ। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। পাকিস্তানের ভালো ব্যাটসম্যানও আছে। ওরা ওই কন্ডিশনে ভালো করবে।’

ওয়াকারের মতে, অস্ট্রেলিয়ার কন্ডিশনে সাফল্য পেতে পাকিস্তানের প্রধান অস্ত্র হবে টপঅর্ডারের ব্যাটিং। বিশেষ করে বাবর আজমই যে দেশটির ব্যাটিং মেরুদণ্ড, তা মনে করিয়ে দিলেন তিনি। সেই সঙ্গে রিজওয়ানও বড় ভূমিকা পালন করবেন বলে জানান তিনি। তিনি বলেন, 'টপঅর্ডারে বাবরই হবে আমাদের মূল ব্যাটসম্যান। আমি মনে করি, সে বরাবরের মতোই নিজের ছাপ রাখবে। আর রিজওয়ানও তো খুব ভালো খেলছে। আমাদের বোলিংটা তো অন্যতম সেরা।

পাকিস্তানের বোলিং আক্রমণের নেতা এখন শাহিন আফ্রিদি। দিনে দিনে নিজেকে আরও শানিত করছেন এই পেসার। সেই সঙ্গে নেতৃত্বগুণ তো আছেই। তবে ওয়াকারের বিশ্বাস দলের অন্য পেসাররাও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। তিনি বলেন, 'আমরা গত এক বছরে ছয়-সাতজন ফাস্ট বোলারকে খেলিয়েছি। সবাই ভালো করেছে। আমার মনে হচ্ছে, হারিস রউফ ও শাহিন আফ্রিদিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে হাসান আলীকেও ভুললে চলবে না, সে-ও খুব ভালো বোলার।’

শুধু পেস বোলাররাই নয়, পাকিস্তানের স্পিন আক্রমণকেও শক্তিশালী বলে গণ্য করছেন তিনি, ‘পাকিস্তানের ফাস্ট বোলিং তো খুবই ভালো। এখন শাদাব ও নেওয়াজের মতো দুই ভালো স্পিনারকে সঙ্গী করে ওদের ভালো করতে হবে।’

২০২২ বিশ্বকাপে সরাসরি সুপার টোয়েলভ পর্ব থেকে খেলবে পাকিস্তান। ২ নম্বর গ্রুপে দলটির সঙ্গী হিসেবে আছে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব থেকে সেখানে যোগ দেবে আরও দুটি দল। বিশ্বকাপে পাকিস্তানের মিশন শুরু হবে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। উল্লেখ্য, ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।