২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১০:০৬ অপরাহ্ন


মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২২
মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

আহত হয়েছে অপর এক যুবক। দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ঘিওর থানার এসআই রাসেল খান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে আরিচাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে জুবায়ের (১৪) নামে এক যুবক নিহত হয় । নিহত যুবকের বাড়ি ধামরাই উপজেলার টুপের বাড়ি  এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছে তার বন্ধু তুষার (১৫)। তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 ঘিওর থানার  এসআই রাসেল খান জানান, ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে। দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।