২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০২:৫৬:০৩ অপরাহ্ন


ওয়ান ডে সিরিজেই অনিশ্চিত কোহলি
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২২
ওয়ান ডে সিরিজেই অনিশ্চিত কোহলি ওয়ান ডে সিরিজেই অনিশ্চিত কোহলি


আগেই তাঁর ফর্ম নিয়ে সমানে আলোচনা চলছে, তার মধ্যে বড় চোট পেলেন বিরাট কোহলি। তাঁর কুঁচকির চোট এতটাই যে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে প্রাক্তন ভারত অধিনায়ককে পাওয়া যাবে কিনা সেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।

ভারতীয় দল সূত্রে বলা হচ্ছে, প্রথম ওয়ান ডে-তে খেলতে পারবেন না, কিন্তু চোটের গুরুত্ব বেশি বলেই সমস্যা তৈরি হচ্ছে। এমনকি যা জানা গিয়েছে, নটিংহ্যাম থেকে লন্ডনে যাননি কোহলি। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে নটিংহ্যামেই থেকে গিয়েছেন।

রবিবার শেষ তথা তৃতীয় টি-টোয়েন্টি খেলার সময়েই কোহলির কুঁচকিতে চোট লাগে। তবে তাঁর চোটের ঠিক কী পরিস্থিতি বা কতটা ব্যথা রয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। লর্ডসে (১৪ জুলাই) এবং ম্যাঞ্চেস্টারে (১৭ জুলাই) পরবর্তী দু’টি ম্যাচের জন্য তাঁকে পাওয়া যাবেই, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছেন না।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কোহলি গত ম্যাচেই কুঁচকির চোটের কারণে অস্বস্তিতে ছিলেন। তাই ওভালে প্রথম ওয়ান ডে-তে খেলতে পারবেন না, সেটি একপ্রকার ধরেই নেওয়া হয়েছে। এরকম চোটের ক্ষেত্রে খেলতে নামলে আরও সমস্যা বাড়বে।