প্রবল গরমে লন্ডনের রেললাইনে আগুন ধরে গেল। ব্রিজের উপর ভয়াবহ কাণ্ড। জানা গেছে একটি কাঠের টুকরোয় আগুনের ফুলকি দেখা যায় প্রথমে, তারপর সেই থেকেই রেললাইনে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন।
ওয়ান্ডসওয়ার্থ রোড এবং লন্ডন ভিক্টোরিয়ার মাঝের রেললাইনে সোমবার এই ঘটনা ঘটেছে। সেখানকার দক্ষিণ-পূর্ব রেলের ম্যানেজিং ডিরেক্টর স্টিভ হোয়াইট ওই আগুন ধরে যাওয়া রেললাইনের ছবি টুইট করেছেন। দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য দমকল এবং রেলবিভাগকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এই ঘটনায় কেউ আহত হননি। কিছুক্ষণের জন্য রেল পরিষেবা ব্যাহত হয়েছিল মাত্র। ফের তা স্বাভাবিক করা হয়।
লন্ডনে গত কয়েকদিন ধরে প্রচুর গরম পড়েছে। সেই গরমেই রেল লাইনের পাতগুলি শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই এভাবে হঠাৎ আগুন ধরে গেছে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন লন্ডনের তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছাপিয়ে যাবে। ব্রিটেনে এমন তাপমাত্রা একেবারেও স্বাভাবিক নয়।