২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৫৪:৩১ পূর্বাহ্ন


ভারতজুড়ে সংক্রমণ হ্রাস, মৃত্যু ৮৯৩
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২২
ভারতজুড়ে সংক্রমণ হ্রাস, মৃত্যু ৮৯৩ ফাইল ফটো


করোনা সংক্রমণের সংখ্যা এবার কিছুটা হ্রাস পেলো ভারতে। তবে মৃতের সংখ্যা উর্ধ্বমুখী এখনও। আগের তিনদিনের চেয়ে নতুন করে শনাক্তের সংখ্যা কমে এসেছে, তবে সেটির মাত্রা খুব বেশি নয়। অন্যদিকে মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলেছে প্রায় ৯০০ এর কাছাকাছি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত রোববারের এক খবরে জানা যায়, গেলো ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন। এই নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্ত হলো ৪ কোটি ১০ লাখ ৯২ হাজার ৪২২ জন।

এদিকে দেশটিতে শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের হার। দৈনিক সংক্রমণের হার শনিবার যেখানে ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ, রবিবারে সেটি হয়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ।

আগের তিনদিনের তুলনায় আক্রান্তের হার কমলেও মৃত্যু হয়েছে বেশি গেলো ২৪ ঘন্টায়। এই সময়ে ভারতজুড়ে করোনায় মারা গেছেন ৮৯৩ জন। আগেরদিন শনিবার যা ছিলো ৮৭১ জন। এই নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৯১ জন।

সংক্রমণের হার আর মৃত্যু বাড়ার পাশাপাশি ভারতের জন্য ভালো খবর যে দেশটিতে সুস্থতার হার বেড়েছে আগের তুলনায়। শনিবারের ৯৩ দশমিক ৮৯ শতাংশ থেকে বেড়ে রোববারে সুস্থতার হার ৯৪ দশমিক ২১ শতাংশ।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৮ লাখ ৮৪ হাজার ৯৩৭ জন। আগের দিনের চেয়ে যা প্রায় ১ লাখ ১৯ হাজার কম। এদিকে দেশটিতে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৩ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৪৯৪ জন। যার ভেতর গেলো ২৪ ঘণ্টাতেই করোনামুক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জন।

রাজশাহীর সময় / এফ কে