২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:৪৩:১০ পূর্বাহ্ন


ম্যানইউর বিপক্ষে খেলতে লিভারপুল এখন থাইল্যান্ডে
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৭-২০২২
ম্যানইউর বিপক্ষে খেলতে লিভারপুল এখন থাইল্যান্ডে ফাইল ফটো


প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে পৌঁছেছে লিভারপুল। প্রিয় দলকে দেখতে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন সমর্থকরা। এ মৌসুমে ক্লাব ছেড়ে চলে গেছেন সেনেগালের সাদিও মানে। যোগ দিয়েছেন নুনেজদের মতো প্রতিশ্রুতিশীলরা। গেল মৌসুমের সাফল্য এবার ছাড়িয়ে যেতে চান কোচ ইয়ুর্গেন ক্লপ। করোনার কারণে দীর্ঘ বিরতির পর বড় দলগুলোর ম্যাচ দেখার আশায় থাই সমর্থকরা।

সুবর্ণভূমি বিমানবন্দরে বসেছে তারার মেলা। সুদূর ইংল্যান্ড থেকে উড়ে এসেছে লিভারপুল। চোখের সামনে সালাহ, ভ্যান ডাইক, ডারউইন নুনেজরা। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল সমর্থকদের। অলরেডদের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আনন্দের বন্যা বয়ে যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমিতে।

অলরেডদের দেখার চমৎকার সুযোগ পেয়ে আনন্দের বন্যা বয়ে যায় সমর্থকদের মাঝে। ঘরের টিভি সেটের সামনে বসে যাদের খেলা উপভোগ করতে হয় তাদের নিজের দেশের মাঠে খেলতে দেখতে তর সইছে না এই ভক্তের, 'বাস্তব জীবনে লিভারপুলের ফুটবলারদের দেখতে পেয়ে আমি রোমাঞ্চিত। ওদের খেলা থাইল্যান্ডে বসে দেখব, এটা কখনোই ভাবিনি। আমার স্বপ্ন একদিন অ্যানফিল্ডে বসে লিভারপুলের খেলা দেখব।’

আরের সমর্থক উচ্ছ্বসিত প্রিয় তারকাকে এক ঝলক দেখতে পারার আনন্দে। 'আমি গাড়িতে করে ভার্জিল ভ্যান ডিককে যেতে দেখেছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া।’

করোনা-ঝড়ে গেল দু-বছর তেমন কোনো হাইপ্রোফাইল ক্লাব সফর করেনি থাইল্যান্ডে। লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়ে কাটবে সে খরা। গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে অলরেডদের। এফএ কাপ ও লিগ কাপ জিতেছে লিভারপুল। শেষ ম্যাচে এসে ম্যানচেস্টার সিটির কাছে হারিয়েছে ইপিএলের শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও রিয়াল মাদ্রিদের সঙ্গে পেরে ওঠেনি তারা।

দলকে প্রতিটি আসরে শিরোপার রেসে রাখার জন্য সেরা কোচের পুরস্কারও পান ইয়ুর্গেন ক্লপ। নতুন মৌসুমটা নতুন আশায় ক্লপ। প্রাক মৌসুমের প্রথম ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন তিনি। এ মৌসুমে লিভারপুল ছেড়েছেন সাদিও মানে। তবে অলরেডদের ডেরায় যোগ দিয়েছেন উরুগুইয়ান ডারউইন নুনেজ ও পর্তুগালের ফ্যাবিও কারবালহো।

লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, 'এ মৌসুমে আমরা প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ম্যাচ খেলব। রেড ডেভিলদের সঙ্গে ম্যাচ মানেই ভিন্ন কিছু। এখানে ভালো করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে ফুটবলারদের। সফরে অনেক নতুন ফুটবলার আছে। বড় দলের সঙ্গে অভিজ্ঞতার জন্যই ওদের রাখা হয়েছে।’

প্রাক মৌসুমে লিভারপুলের পরের মিশন সিঙ্গাপুর। ইউনাইটেড যাবে মেলবোর্নে।