পাঁচ রাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে। তার মাঝেই বড় পদক্ষেপ করলেন তিনি।
জেলেনস্কি যে রাষ্ট্রদূতদের বরখাস্ত করেছেন, তাঁদের মধ্যে ভারতের রাষ্ট্রদূতও রয়েছেন।
ভারত ছাড়াও জার্মানি, চেক রিপাবলিক, হাঙ্গেরি এবং নরওয়ের রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই পদক্ষেপ, বরখাস্ত রাষ্ট্রদূতদের নতুন কোনও দায়িত্ব দেওয়া হবে কিনা, এখনও তা স্পষ্ট নয়।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কূটনীতিবিদ ও রাষ্ট্রদূতদের জেলেনস্কি বলেছিলেন ইউক্রেনের জন্য বিদেশি সাহায্য আনতে হবে। সেই কাজে সফল না হওয়ার কারণেই কি চাকরি গেল পাঁচ দেশের রাষ্ট্রদূতদের? পর্যবেক্ষকদের একাংশ তেমনটাই মনে করছেন। কারণ ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক এখনও অটুট। জার্মানি বা হাঙ্গেরিও রাশিয়ার উপর নির্ভরশীল। যুদ্ধের বিরুদ্ধে সরব হলেও এই দেশগুলি রাশিয়ার সঙ্গে এখনও সম্পূর্ণ সম্পর্কচ্ছেদ করেনি। অনেকেই মনে করছেন, সেই কারণেই হয়তো এই সব দেশের নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।