২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:১৮:১২ অপরাহ্ন


দক্ষিণ আফ্রিকার একটি বারে এলোপাথাড়ি গুলি ১৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২২
দক্ষিণ আফ্রিকার একটি বারে এলোপাথাড়ি গুলি  ১৪ জনের মৃত্যু দক্ষিণ আফ্রিকার একটি বারে এলোপাথাড়ি গুলি ১৪ জনের মৃত্যু


দক্ষিণ আফ্রিকার বারে দুষ্কৃতীদের এলোপাথাড়ী গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছেই সোয়েতো টাউনশিপের একটি বারে আচমকাই শনিবার গভীর রাতে হানা দেয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলি চলে বেশ কিছুক্ষণ ধরে। পুলিশের পক্ষ ধেকে প্রথমে বলা হয়েছিল ১২ জনের মৃত্যু হয়েছে। পরে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যুর হয়েছে। আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্রের খবর শনিবার রাত সাড়ে বারোটার দিকে পুলিশ শ্যুটআউটের খবর পায়। খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। একদল দুষ্কৃতী মিনিবাস ট্যাক্সিতে চেপে  এসেই বারে ঢুকেই গুলি চালাতে শুরু করে। 

কী কারণে এই হামলা, কারা এর পিছনে রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে জোহানেসবার্গে আতঙ্ক সৃষ্টি হয়েছে।