২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৪৩:২৪ পূর্বাহ্ন


ছয় বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২২
ছয় বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত ফাইল ফটো


ছয় বছর পর আগামী আগস্টে জিম্বাবুয়ে সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে রওনা দিবে ভারত।

সিরিজের সূচি এখনও চূড়ান্ত না হলেও, ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ১৮, ২০ এবং ২২ আগস্ট ওয়ানডে ম্যাচগুলো হবে।

সর্বশেষ ২০১৫-১৬ সালে জিম্বাবুয়ে সফর করেছিলো ভারত। ঐ সফরে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলেও, ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি জিততে পারে ভারত।

কেন টি-টোয়েন্টি থেকে কোহলি বাদ নয়, প্রশ্ন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কেরকেন টি-টোয়েন্টি থেকে কোহলি বাদ নয়, প্রশ্ন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের

ওয়ানডে সিরিজটি জিম্বাবুয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে এ সিরিজের পয়েন্টগুলো জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আয়োজক হওয়ায় সিরিজটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ নয়।

রাজশাহীর সময়/এ