২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৭:১৮:৫৬ অপরাহ্ন


রাস্তার গরম পিচে আটকে গেল গোখরো সাপ!
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
রাস্তার গরম পিচে আটকে গেল গোখরো সাপ! রাস্তার গরম পিচে আটকে গেল গোখরো সাপ!


গরমে গলে যাওয়া পিচে আটকে গেল পূর্ণবয়স্ক একটি গোখরো সাপ । 

শুক্রবার জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে । জানা গেছে, ওই অঞ্চলে কয়েকদিন ধরেই রাস্তা তৈরির কাজ চলছিল। পাশেই পড়ে ছিল পিচ। গরমে সেই পিচ গোলে যায়। তাতেই আটকে যায় গোখরো সাপটি। এরপরেই খবর দেওয়া হয় গরুমারা ওয়াইল্ড লাইফ ডিসিশনের অফিসে।

খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। তাঁদের চেষ্টাতেই সাপটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তারপর তাকে উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়া হয়।

পরিবেশকর্মী দেবার্ঘ্য রক্ষিত জানিয়েছে, অনেক সময়েই রাস্তার উপর পিচের ড্রাম ফেলে রাখা হয়। এতে জীবজন্তুর ক্ষতি হয়। এই ধরনের কাজ না করাই ভালো।