২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:০৯:৩৪ পূর্বাহ্ন


ভারতে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২২
ভারতে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ ফাইল ফটো


ভারতে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ ১৮ হাজারের গণ্ডি অতিক্রম করেছে। এক দিন আগে ওই সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। পাশাপাশি বাড়ল মৃত্যু ও সক্রিয় আক্রান্তের সংখ্যা। এ সময় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের।

বৃহস্পতিবার (৭ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হলেন ১৮ হাজার ৯৩০ জন, যা আগের ২৪ ঘণ্টার তুলনায় অনেকটা বেশি। এর সঙ্গে বাড়ল অ্যাকটিভ কেসও। করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৫৭ জনে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হলেন ১৪ হাজার ৬৫০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে পশ্চিমবঙ্গ  রাজ্যের অবস্থাও খুব একটা ভালো নয়। এ সময় করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৫২ জন। সংক্রমণের হারের দিক থেকে শীর্ষে কলকাতা। এ শহরে সংক্রমিতের সংখ্যা ৮২৫। তারপরই রয়েছে উত্তর টব্বিশপরগনা। এখানে সংক্রমিতের সংখ্যা ৫৫২ জন।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভারতে ইতোমধ্যে করোনার চতুর্থ ঢেউ প্রবেশ করেছে। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টগুলো। তবে স্বস্তির বিষয় হলো, এবারে সংক্রমণ খুব একটা জটিলতার দিকে পৌঁছাচ্ছে না। অনেকেই বাড়িতে থেকে শুধু কয়েকটি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাচ্ছেন। তবে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে বারংবার সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। এ ছাড়াও সংক্রমণ রুখতে প্রতিটি কোভিড বিধি মেনে চলা উচিত।

রাজশাহীর সময়/এএইচ