২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৫৯:৩৪ অপরাহ্ন


সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৬-২০২২
সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে  বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ


নওগাঁর সাপাহারে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ, পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টার উপজেলা পরিষদ  হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে খরীপ-২ কৃষি পূর্ণবাসন  কর্মসূচির আওতায় ৪৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে  ৫০ জন কৃষককে ১কেজি বীজ সহ ২০ কেজি ডিএপি সার, ২o কেজি করে এমওপি সার, প্রয়োজনমতো সুতলি, পলিথিন, বালাইনাশক বং প্রত্যেক কৃষকের মাঝে মোবাইল একাউন্টের মাধ্যমে ২৮০০/- শত টাকা প্রণোদনা বিতরণ করা হয়।  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন'র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), সহ অন্যান্য  সহকারি কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী হিসাবে প্রেসক্লাব সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, মডেল প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, সৃষ্টি টেলিভিশন উপজেলা প্রতিনিধি আবু বক্কার, ও অনলাইন ফোরামের সাধারণ সম্পাদক সেলিম রেজা উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এএইচ