২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:৫৫:১৫ অপরাহ্ন


রুয়েটে মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৮-০৬-২০২২
রুয়েটে মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত রুয়েটে মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ মাদক ও ধুমপান মুক্ত ক্যাম্পাস গড়তে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টায় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল সেখ এর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল সহ বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানগণ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

রাজশাহীর সময়/এএইচ