২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৮:১৬:০৮ অপরাহ্ন


নদীতে সাঁতার কাটতে নেমে কলেজছাত্রের মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
নদীতে সাঁতার কাটতে নেমে কলেজছাত্রের মৃত্যু নিহত মাসুদ রানা (২১) । ফাইল ফটো


চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে সাঁতার কাটতে নেমে মাসুদ রানা (২১) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে দুজনকে।

সোমবার (২৭ জুন) জুন বেলা ১১টায় পুরাতন সিঅ্যান্ডবি ঘাটের মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

মাসুদ রানা রাজশাহীর তেরখাদিয়া কলেজপাড়ার মৃত মৃকসেদের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘোরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের ছাত্র ছিলেন। তবে তিনি শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন।

জীবিত উদ্ধার হওয়া দুই ছাত্র হলেন- আবু তালেব (২২) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেলসাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং অপরজন নওগাঁ জেলার হাপানিয়া ঝিকরা গ্রামের জিল্লুর রহমানের ছেলে রাকিব হাসান (২২)।

জানা গেছে, বেলা ১১টায় মহানন্দা নদীর পুরাতন সিঅ্যান্ডবি ঘাটে তিন ছাত্র এক সঙ্গে সাঁতার কাটতে নেমে ডুবে যান। স্থানীয়রা দুজনকে উদ্ধার করলেও মাসুদ রানা পানিতে তলিয়ে যান।

চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ মাসুদ রানাকে উদ্ধারে অভিযানে নামে। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সোয়া ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলে জানায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাজশাহীর সময়/এ