২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৫৮:৪৪ অপরাহ্ন


নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষকের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা
মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষকের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষকের আত্মার মাগফেরাত কামনায় শোকসভা


নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত নিয়ামতপুর উপজেলার ৪ জন সহকারি শিক্ষকের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নরুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

শোক সভা শেষে চার জন শিক্ষক ও সিএনজি চালিত গাড়ি চালকের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

রাজশাহীর সময়/এএইচ