২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:১৫:২৮ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ৩
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৬-০৬-২০২২
রাজশাহী মহানগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ৩


রাজশাহী মহানগরীতে ৭৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ জুন) রাত ১১টায় রাজপাড়া থানার লক্ষীপুর টিবি রোড এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়ার মো: মোজাম্মেল হকের ছেলে মো: বাবু (২৫), লক্ষীপুর পপুলারের পিছনের মো: আ: বাতেনের ছেলে মো: সামিউল ইসলাম  বাপ্পি (৩৩), এবং লক্ষীপুর টিবি রোডের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম (৩৮)।

রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা শাখার পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় রাজপাড়া থানার লক্ষীপুর টিবি রোড়ে মাদক বিক্রয়ের লক্ষ্যে ৩ মাদক কারবারী মাদক নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারীদের গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার দল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

রাজশাহীর সময়/এএইচ