২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:০৯:৪৪ পূর্বাহ্ন


রাসিকের ইজিবাইক ও অটোরিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত
আবু হেনা
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
রাসিকের ইজিবাইক ও অটোরিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত রাসিকের ইজিবাইক ও অটোরিক্সা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত


রাজশাহী সিটি কর্পোরেশনের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৩ জুন) এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আগামী ২০২২-২০২৩ইং অর্থ বছর হতে অটো/চার্জার রিক্সার মালিকানা নাম পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ এবং ৭ কর্ম দিবসের মধ্যে র্চাজার ভ্যান চালকের পোশাক নির্ধারণ ও নির্ধারিত পোশাক পরে গাড়ি চালানোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ মোঃ রিমন, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান কাজল, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার মোসাঃ হোসনে আরা, মোঃ হেলালুজ্জামান সরকার, পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। 

রাজশাহীর সময়/এম