২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:০৩:৩২ পূর্বাহ্ন


মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ায় বাংলাদেশিকে জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ায় বাংলাদেশিকে জরিমানা মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ায় বাংলাদেশিকে জরিমানা


মালয়েশিয়ান পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগে সিরাজুল ইসলাম নজরুল (৪২) নামের এক বাংলাদেশিকে তিন হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির আদালত।

একই সঙ্গে তাকে তিন হাজার রিঙ্গিত জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুন) ইপোহ দায়রা আদালতের বিচারক এম বাকরি আবদ মজিদ এ রায় দেন।

চার্জশিট অনুসারে জানা গেছে, মোটরসাইকেল চালানোর সময় হেলমেট না পরার জন্য সমন জারি না করার জন্য করপোরাল পদমর্যাদার একজন রয়্যাল পুলিশ সদস্যকে নগদ দুইশ মালয়েশিয়ান রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন অভিযুক্ত নজরুল।

দণ্ডবিধির ২১৪ ধারা অনুযায়ী এ অপরাধের অভিযোগটিতে দোষী সাব্যস্ত হলে দুই বছরের বেশি কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ইপোর পেরাকের সেগার মানজুংয়ের জলান বাতু ১০-এ হাইওয়েতে এ অপরাধ সংঘটিত হয়।

দণ্ডবিধির ২১৪ ধারার অধীন অভিযোগটি ডেপুটি পাবলিক প্রসিকিউটর মাজিয়াহ মানসোর পরিচালনা করেন এবং অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

আদালত মালয়েশিয়ার দুর্নীতি দমন আইন (এমএসিসি) ২০০৯-এর ৪০(১)(এ) ধারা অনুযায়ী ঘুষের টাকা সরকারের কাছে বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে।