২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০২:৩৭:৪১ পূর্বাহ্ন


রেলগেটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জজ কোর্টের এমএলএসএস এর মৃত্যু
ইফতেখার আলম
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
রেলগেটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জজ কোর্টের এমএলএসএস এর মৃত্যু রেলগেটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জজ কোর্টের এমএলএসএস এর মৃত্যু


রাজশাহী নগরীর রেলগেটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  আব্দুল হামিদ (৬১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ জুন)  সকাল ১০টার দিকে রেলগেট এলাকার বেলিফুল মিষ্টান্ন ভাণ্ডারের পূর্ব পাশে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। 

আব্দুল হামিদ চাপাইনবাবগঞ্জ মহারাজপুর এলাকার মৃত সোলেমান শেখের ছেলে। তিনি চাপাইনবাবগঞ্জ জজ কোর্টের এমএলএসএস পদে চাকরি করতেন। বর্তমানে অবসরে গেছেন তিনি।

মৃত ব্যক্তির চাচাতো ভাই ইমদাদুল হক জানান, তানোনে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করে রাজশাহী হয়ে চাপাইনবাবগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু পথিমধ্যে হাড এটাক করেন আব্দুল হামিদ। পরে পুলিশ খবর পেয়ে আব্দুল হামিদের পকেট থেকে মোবাইল নিয়ে স্বজনদের খবর দেন। 

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে মৃত আব্দুল হামিদকে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

রাজশাহীর সময়/এ