২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৭:০১:৪৩ অপরাহ্ন


এমবাপ্পে কখনোই পিএসজি ছাড়তে চাননি: খেলাইফি
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২২-০৬-২০২২
এমবাপ্পে কখনোই পিএসজি ছাড়তে চাননি: খেলাইফি ফাইল ফটো


এক মাস আগেও অনেকটা নিশ্চিত ছিল রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে হঠাৎ সবকিছুতে পানি ঢেলে দিয়ে পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করে ফেলেন এমবাপ্পে। এবার এমবাপ্পেকে নিয়ে বোমা ফাটানোর মতো এক মন্তব্য করলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তিনি বলেছেন, এমবাপ্পে কখনো পিএসজি ছেড়ে যেতেই চাননি।

মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে পিএসজি সভাপতি বলেন, 'আমি গত গ্রীষ্মে রিয়ালের ১ হাজার ৮০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম কিলিয়ান পিএসজিতেই থাকতে চায়।'

তিনি আরও বলেন, 'আমি তাকে খুব ভালো করে চিনি। আমি জানি সে ও তার পরিবার কী চায়। আর তারা শুধুই টাকার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। সে এখানে থেকে গেছে, কারণ সে তার শহরের জন্য খেলতে চেয়েছে।'

এমবাপ্পের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল রিয়াল মাদ্রিদ। প্রতিক্রিয়া মিলেছে লা লিগা কর্তৃপক্ষেরও। হ্যাভিয়ের তেবাস তো উয়েফার কাছে অভিযোগই জানিয়ে বসেছেন, অবৈধ উপায়ে পিএসজি রেখেছে এমবাপ্পেকে। 

তার প্রতিক্রিয়ায় খেলাইফি বলেন, 'আমরা যা করি, আমরা তা করি, কারণ আমরা জানি এটা আমরা করতে পারব। অন্য লিগ, ক্লাব, ফেডারেশন নিয়ে কথা বলব, এটা আমাদের কথা বলার ধরন নয়।'

এদিকে শুধু এমবাপ্পেই নয়, কথা বলেছেন জিদানকে নিয়েও। বুধবার (২১ জুন) মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেন, রিয়ালের সাবেক কোচ জিদানের সঙ্গে কোনো কথাই বলেনি পিএসজি! পিএসজি কখনই জিদানকে তাদের কোচ করার দিকে হাতই দেয়নি।

খেলাইফি বলেন, 'আমি তাকে সম্মান করি, কিন্তু আজ একটা কথা বলে রাখি, তবে প্রত্যক্ষ ও পরোক্ষ কোনোভাবেই আমরা জিদানের সঙ্গে এ নিয়ে (পিএসজির কোচ হওয়ার ব্যাপারে) কথা বলিনি। আমি পিএসজির সভাপতি, আর আমি কখনো জিদানের সঙ্গে কথা বলিনি।'   

রাজশাহীর সময়/এম