২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:২১:৫৬ পূর্বাহ্ন


হোয়াইট হাউসের ঢিল ছোঁড়া দূরত্বে বন্দুকবাজের হানা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২০-০৬-২০২২
হোয়াইট হাউসের ঢিল ছোঁড়া দূরত্বে বন্দুকবাজের হানা ফাইল ফটো


হোয়াইট হাউস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি। মার্কিন প্রেসিডন্ট জো বাইডেনে বাসভবন থেকে ২ মাইলের কম দূরত্বে জুনটিনথ মিউজিক কনসার্টে বন্দুকবাজের হানা। নির্বিচারে চলল গুলি।

এই ঘটনায বহু মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে। তালিকায় রয়েছেন মেট্রোপলিটন পুলিশ বিভাগের কর্মীও। ওই পুলিশকর্মীর পায়ে গুলি লেগেছে। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন ডিসিআর ইউ স্ট্রিট নর্থ ওয়েস্টের জুনটিনথ মিউজিক কনসার্টে। -

এদিকে বন্দুক বাজের হানায় মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক কর্মীর আহত হওয়ার খবর সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ওয়াশিংটন ডিসি পুলিশ। আহত পুলিশকর্মীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইউ স্ট্রিটের অকুস্থলে গুলি চালনার ঘটনায় আহতের সংখ্যা বাড়ছে। জনসাধারণকে সংশ্লিষ্ট এলাকা দিয়ে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মার্কিন মুলুকে একের পর এক বন্দুকবাজের হামলায় বিরক্ত প্রেসিডন্ট জো বাইডেন এবার আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তাঁর মতে ১৮ নয়, ২১ বছর বয়সসীমা ছোঁয়ার আগে কোনও মার্কিন নাগরিক আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন না। একই সঙ্গে আগ্নেয়স্ত্রর ছাড়পত্র মেলার আগে, আবেদনকারীর হালহকিকত সম্পর্কে বিশদ খবরাখবর নিতে হবে।

রাজশাহীর সময়/এএইচ