২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:২২:২২ অপরাহ্ন


মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে বিস্ফোরণ, নিহত ১
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে বিস্ফোরণ, নিহত ১ মাদারীপুর, ভোটকেন্দ্রের পাশে বিস্ফোরণ, নিহত ১


মাদারীপুরের রাজৈর উপজেলায় গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এসময় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে মাদারীপুর রাজৈর উপজেলায় গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে এঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলার গোসেনপুর ভোটকেন্দ্রের গ্যাসবেলুন সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় বলে জানা গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে উপজেলার গোসেনপুর ভোটকেন্দ্রের পাশে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় ঘটনাস্থলেই এক বেলুন বিক্রেতা নিহত হন। এঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর সময়/এইচ