২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৪:০৫:১৫ অপরাহ্ন


ভারতের পর এবার নওগাঁয়, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে ফেসবুকে কূটক্তিমূলক পোস্ট
ইব্রাহীম হোসেন সম্রাট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৬-২০২২
ভারতের পর এবার নওগাঁয়, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে ফেসবুকে কূটক্তিমূলক পোস্ট পল্লব কুমার মহন্ত


শনিবার ১১ জুন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কেন্দ্র করে ফেইসবুকে কূটক্তি করেছ পল্লব কুমার মহন্ত (১৫) নামে এক কিশোর। পরে ফেইসবুকের সেই কূটক্তিমূলক পোস্ট্ ছড়িয়ে পড়ল মহাদেবপুরের এলাকাবাসি ও স্কুলের শিক্ষক-সহপাঠিদের তোলপাড় শুরু হয়।

শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তার বাড়ীর কাছ তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাত টার দিকে তাকে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার পল্লব কুমার মহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের পুত্র

পুলিশ স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন আগে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবি (সা.) কে কুটক্তি করে ফেসবুকে পোস্ট দেয়। তার সেই পোস্টটি ফেসবুকে ভাইরাল হলে এলাকার মুসল্লিসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তারা মহানবিকে অবমাননার প্রতিবাদে পল্লব কুমার মহন্তকে গ্রেপ্তার দাবিতে মিছিল বের করে

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে এর পর রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

এদিকে, মাহদেবপুর উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক আইডিতে ট্যাটাস দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের কথা স্বীকার করে সকলকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন

 রাজশাহীর সময়/এজেড