১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:২৫:০৪ পূর্বাহ্ন


বোয়ালমারীতে ১১০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ
Rajshahir Somoy Desk
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২২
বোয়ালমারীতে ১১০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ বোয়ালমারীতে ১১০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ


অনলাইন ডেস্কফরিদপুরের বোয়ালমারীতে ১১০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার সাতৈর বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে সেগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার সাতৈর বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারে বিক্রয় নিষিদ্ধ ১১০ কেজি জাটকা মাছ বিক্রেতাদের নিকট দেখতে পান। পরে ওই মাছ জব্দ করে এতিমখানায় বিতরণের ব্যবস্থা করেন।

এর আগে গতকাল বুধবার বোয়ালমারী পৌরবাজার থেকে বিপুল সংখ্যক জাটকা মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করেন মৎস্য কর্মকর্তা রুহুল আমিন। তিনি ​বলেন, জাটকা মাছ ধরা এবং বিক্রয় নিষিদ্ধ। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

রাজশাহীর সময় / এফ কে