২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:৪৩:৪৬ অপরাহ্ন


রাতে মাঠে নামছে জার্মানি-ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২২
রাতে মাঠে নামছে জার্মানি-ইংল্যান্ড ফাইল ফটো


রাতে নেশনস লিগে ঘুরে দাঁড়ানোর মিশনে জার্মানির মুখোমুখি হবে ইংল্যান্ড।

মঙ্গলবার (৭ জুন) অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। একই সময় একই গ্রুপের লড়াইয়ে হাঙ্গেরিকে আতিথ্য দেবে ইতালি।

উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে তারা। তাও হাঙ্গেরির মতো দলের বিপক্ষে। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে জার্মানির আতিথ্য নিতে যাচ্ছে থ্রি লায়নরা।

জার্মানদের বিপক্ষে ৩৩ দেখায় ইংলিশদের জয় আছে ১৪টি। বিপরীতে ১৫ জয় ডাই ম্যানশাফটদের। তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচে জার্মানিকে শক্ত প্রতিপক্ষই মানছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।

ইংল্যান্ড কোচ সাউথগেট বলেন, 'জার্মানি ফুটবল দলটা অনেক ভালো। অনেক কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। নেশনস লিগের পরবর্তী ধাপে পৌঁছাতে হলে এ ম্যাচটা জিততে হবে আমাদের।'

ইংলিশ শিবিরে একমাত্র ইনজুরি বেনজামিন হোয়াইট। শঙ্কা আছে জেমস জাস্টিন ও ফিল ফোডেনকে নিয়ে।

অন্যদিকে, জার্মানি প্রথম ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে কিছুটা হলেও এগিয়ে আছে। তবে, পরের ধাপে যাওয়ার পথটা আরও পরিষ্কার করতে ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না তারাও।

জার্মানি কোচ বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে মাঠে আমাদের দারুণ কিছু করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা নিজেদের মাঠে জয়ের জন্যই লড়ব। এক বিন্দুও ছাড় দেয়ার সুযোগ নেই।'

জার্মানিরা এ ম্যাচে পাচ্ছেনা মার্কো রিউসকে। স্টেগেন, ড্র্যাক্সলাররাও নিয়মিত নেই। তবে, গুন্ডোগান, থমাস মুলার, কাই হাভার্টজদের পাচ্ছেন কোচ।

রাজশাহীর সময়/জেড