১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:৩০:৪৩ অপরাহ্ন


স্বাভাবিক জীবনে ফিরলো বাঁকা পায়ের ৩০ হাজার শিশু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২২
স্বাভাবিক জীবনে ফিরলো বাঁকা পায়ের ৩০ হাজার শিশু স্বাভাবিক জীবনে ফিরলো বাঁকা পায়ের ৩০ হাজার শিশু


বাঁকা পা নিয়ে জন্ম নেওয়া শিশুদের চিকিৎসা দিচ্ছে ‘ওয়াক ফর লাইফ’ নামে একটি বেসরকারি সংস্থা। ২০০৯ সাল থেকে দেশের ৩১ শাখায় অন্তত ৩০ হাজার শিশু চিকিৎসা পেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

সোমবার (৬ জুন) সকালে গাজীপুর প্রকৌশল ভবনের ডায়াবেটিস সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পনসেটি চিকিৎসক ডা. মো. জামিল হাসান এ তথ্য জানান।

তিনি জানান, দি গ্ল্যানকো ফাউন্ডেশনের পরিচালনায় অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় সোমবার গাজীপুরে র‌্যালি, দরিদ্র ক্লাব ফুট শিশুদের ১২টি পরিবারকে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ এবং যাতায়াত বাবদ ৪০০ টাকা করে প্রদান করা হয়।

তিনি আরও জানান, শূন্য থেকে ৩ বছর বয়স পর্যন্ত যেসব শিশু বাঁকা পা নিয়ে জন্ম নেয় তাদের শিশুদের পাঁচ বছর পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। এতে শিশুরা অল্প সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর্থিকভাবে অসচ্ছল ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

জামিল হোসেন জানান, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে এবং বাঁকা পা ছোট বেলায় চিকিৎসাতে যে ভাল হয়, সে বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্বব্যাপী ক্লাব ফুট দিবস পালিত হয়।

এসময় হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালসের কর্মকর্তা আবুল হাসনাত ও ব্যবসায়ী সাধন সরকার উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এ