২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০২:১৬:০২ অপরাহ্ন


কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইউক্রেন
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৬-০৬-২০২২
কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইউক্রেন কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইউক্রেন


পুরো দেশ যখন রাশিয়ার আক্রমণে তটস্থ তখন ফুটবলে নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখেছিলেন ইউক্রেনবাসী। এবারের কাতার বিশ্বকাপ  থেকে ছিটকে গেল ইউক্রেন। ওয়েলসের কাছে হেরে কাতারে যাওয়ার স্বপ্নচুর্ণ হল।

গত ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিল ইউক্রেন। কাতারে পৌঁছতে প্রয়োজন ছিল ওয়েলসের বিরুদ্ধে জয়। কিন্তু আত্মঘাতী গোলে সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল ইউক্রেনের।

এদিনের ম্যাচে প্রথম থেকেই দাপট দেখাচ্ছিলেন ইউক্রেনের ফুটবলাররা। জেতার জন্যই মাঠে নেমেছিল তাঁরা। ম্যাচ যত এগোচ্ছিল স্বপ্নপূরণের কাছে পৌঁছাচ্ছিল। কিন্তু একটা ভুলেই স্বপ্ন শেষ। ওয়েলসের গ্যারেথ বেলের ফ্রি কিক গিয়ে লাগে ইউক্রেনের ইয়ারমোলেঙ্কার মাথায়। ব্যস, সোজা জড়িয়ে যায় নিজেদের গোলের জালেই! 

যেখানে ইউক্রেনের স্বপ্ন ভঙ্গ হল সেখান থেকেই স্বপ্ন দেখা শুরু করল ওয়েলস। ১৯৫৮ সালের পর ফের বিশ্বকাপের মূলপর্বে যাচ্ছে এই দল। ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের গ্রুপে জায়গা করে নিয়েছেন বেলরা।