রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর্জা সারাফাত হোসেন মোহন গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাস ভবন আলুপট্টিতে ইন্তেকাল করেন (ইন্না----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬২ বছর। শুক্রবার বাদ জুম্মা আলুপট্টিতে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়। তিনি আলুপট্টি নিবাসী মরহুম মীর্জা শরীফ উদ্দিনের বড় ছেলে, মরহুম মীর্জা জাকারিয়ার ভাতিজা এবং মীর্জা রিপন, খোকন ও মুন্নার বড় ভাই।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুণবার্সন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা ও বজলুল হক মন্টু, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু।
এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বর্তমান আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর কৃষক দলের সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো, রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান ববি ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এবং আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আগামী রোববার বাদ আসর মরহুমের রুহের মাগফিরাত কামনায় আলুপট্টির নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হবে। সেখানে সকলকেই উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আমন্ত্রন জাননো হয়।
রাজশাহীর সময় / এফ কে