২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:৪৯:০৫ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে ডিবির অভিযানে গ্রেফতার ৩ ছিনতাইকারী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২২
রাজশাহী মহানগরীতে ডিবির অভিযানে গ্রেফতার ৩ ছিনতাইকারী রাজশাহী মহানগরীতে ডিবির অভিযানে গ্রেফতার ৩ ছিনতাইকারী


রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মহানগরীর বিভিনস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো: আরএমপি এয়ারপোর্ট থানার বায়া বারইপাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে মোঃ ইয়ামিন (২৪) ও মোঃ আল আমিন(৩০) তারা আপন দুই ভাই। এবং  মহানগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকার মোঃ ইবধাহীম হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেন(২০)। 

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ ভাবে মহানগরীর বিভিন্নস্থানে বিভিন্ন লোকদের ধারালো চাকু-ছোরা-কিরিচ ইত্যাদির ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ইত্যাদি ছিনতাই(দস্যুতাবৃত্তি) করে আসছিলো। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ে মামলা রয়েছে বলেও জানান ডিবি ডিসি। 

রাজশাহীর সময় / এম