২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:০২:০৩ অপরাহ্ন


দেশের সব বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
দেশের সব বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস দেশের সব বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস


শুক্রবার (০৩ জুন) দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেক ভারি বর্ষণ হতে পারে বলে।

দেশের বিভিন্ন স্থানে বিস্তার লাভ করছে মৌসুমি বায়ু। এতে বৃষ্টি বাড়বে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ায় অনুকূল পরিস্থিতি বিরাজ করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে আগামী ২৪ ঘণ্টা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৩ দিনের আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭, কক্সবাজারের কুতুবদিয়ায় ৩০ ও টেকনাফে ২৬, রাঙ্গামাটিতে ২০ এবং চট্টগ্রামে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জের নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রামের সন্দ্বীপ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর মাইজদীকোর্ট, হাতিয়া, ফেনী, কক্সবাজার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, পাবনার ঈশ্বরদী, বগুড়া, দিনাজপুর, নীলফামারীর ডিমলা, বাগেরহাটের মোংলা, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কুষ্টিয়ার কুমারখালীতে সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং শনিবার (৪ জুন) সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।