১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৮:৩১:২৩ অপরাহ্ন


রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৭৪.৮৪ শতাংশ
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২২
রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৭৪.৮৪ শতাংশ ছবি- রাজশাহীর সময়


রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৫ নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ। যা বুধবার ছিল ৬০ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে, শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান,  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ১ জন সহ মোট দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ১১ থেকে ৩০ বছরের মধ্যে। করোনা শনাক্তের পর থেকে তারা হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

অন্যদিকে, ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর ভর্তি রয়েছে ২৮ উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি ৩ জন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন।

রাজশাহীর সময় /এএইচ