১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:২৩:০৫ পূর্বাহ্ন


চট্টগ্রামে ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপ : খালাতো ভাই-বোনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২২
চট্টগ্রামে ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপ : খালাতো ভাই-বোনের যাবজ্জীবন ফাইল ফটো


চট্টগ্রাম চকবাজারের জয়নগরে ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় তাদের আপন খালাতো ভাই-বোনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১ জুন) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন: শারমিন ফারজানা সাকি ও ইফতেখার লতিফ সাদি। তারা আপন ভাই বোন। আসামি দুজন ভিকটিমের খালাতো বোন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসলী অ্যাডভোকেট তসলিম উদ্দিন। তিনি বলেন, আপন দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় আপন দুই ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। 

তিনি বলেন, একই রায়ে আদালত শারমিন ফারজানা সাকিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ইফতেখার লতিফ সাদিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই বোনের বাবা আনোয়ারুল মোমিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। ন্যায় বিচার পেয়েছি।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের চকবাজার থানার জয়নগর এলাকার ঘুমন্ত দুই বোনকে এসিড নিক্ষেপ করেছিল তাদের খালাতো বোন শারমিন ফারজানা। খালাতো বোনের সৌন্দর্য, নিজের আগে বিয়ে ঠিক হওয়া ঈর্ষান্বিত হয়ে ঘুমন্ত দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে এসিড মারে ফারজানা। এ সময় ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে নিজের মুখেও হালকা এসিড মেরেছিলো শারমিন। ঘটনার দিন দুই বোনের বাবা আনোয়ারুল মোমিন বাদী হয়ে এসিড দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার ২১ দিন পরে ২৩ অক্টোবর রহস্য উন্মোচন করে। এরপর শারমিনকে এ মামলার গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০১১ সালের ২৮ এপ্রিল চার্জশিট গ্রহণ করে বিচার শুরু হয়।

রাজশাহীর সময়/এম