২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:৫৩:০২ পূর্বাহ্ন


রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
আল্-মারুফ, রাবি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২২
রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ফাইল ফটো


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন প্রস্তাবিত শহীদ মাহবুবুর রহমান হিমেল একাডেমিক ভবনের ভিতরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছে।

মঙ্গলবার (৩১ মে) বেলা দেড়টায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, দুপুরে ওই নির্মাণ শ্রমিক পাইলিং এর কাজ করার সময় পাইলিং এর তার ওয়েল্ডিং এর তারের সাথে এক হয়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম সাগর (২২)। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। 

এবিষয় নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান মজিদ সন্স কন্সট্রাকশন লিমিটেড এর দায়িত্বরত প্রকল্প ইঞ্জিনিয়ার মোঃ আরফান বলেন, 'এটা একটা দুর্ঘটনা। হিমেল মারা যাওয়ার পর থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কতার সাথে কাজ করে আসছি। তারপরও এমন একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমি রাজশাহী বিভাগীয় আমার প্রজেক্ট ম্যানেজারকে বিষয়টি জানিয়েছি। লাশ বের করা হয়েছে, রাজশাহী মেডিকেলে নিয়া যাওয়া হয়েছে। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। আমাদের কোম্পানির উপরের সবার সাথে কথা বলে তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হবে।' 

এনিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, 'এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। তবে এ ঘটনা ভিসি স্যারকে অভিহিত করা হয়েছে। কীভাবে এ ধরনের ঘটনা ঘটলো সেটা ক্ষতিয়ে দেখতে চীফ ইঞ্জিনিয়ারের সাথে আমরা বসবো।' 

রাজশাহীর সময়/জেড