২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে সক্রিয় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২২
রাজশাহী মহানগরীতে সক্রিয় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরীতে সক্রিয় চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার


রাজশাহী মহানগরীর সাগরপাড়ায় সুবহানাল্লাহ ট্রেড হাউস নামক শো-রুমে ব্যাটারি চুরির অভিযোগে সক্রিয় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি'র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চোরাই ১৭ টি ১২ ভোল্টের চোরাই ব্যাটারি উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া পশ্চিমপাড়ার (অচিনতলা) শরিফুল ইসলাম মির্জার ছেলে মো: সেলিম মির্জা (২২), আলীগঞ্জ আকসা নগরের মৃত আক্তা হোসেনের ছেলে মো: জিয়ারুল ইসলাম (৪২) এবং বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার মো: আজিম শেখের ছেলে মো: ইমন (২৪)।

সোমবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম।

ঘটনা সূ্ত্রে জানা যায়, গত ১ মে হতে ৬ মে ২০২২ পর্যন্ত পবিত্র ঈদু-উল-ফিতরে ছুটিতে বন্ধ থাকা সাগরপাড়ার সুবহানাল্লাহ ট্রেড হাউস নামক শো-রুম হতে প্রায় পৌনে ৬ লক্ষ টাকা মূল্যের ইজিবাইকের নতুন ৪৫টি ১২ ভোল্ট ব্যাটারী এবং অটোভ্যান গাড়ীর পুরাতন ৫৭টি ১২ ভোল্ট ব্যাটারী চুরি হয়। নগরীর সাগরপাড়ার এসএম মনিরুজ্জামান আসামি মো: সেলিম মির্জার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করলে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেনের নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম আসামির অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতার-সহ মালামাল উদ্ধারে অভিযান শুরু করেন।

এদিকে গতকাল ২৯ মে সকাল সাড়ে ১০ টায় এই মামলার এজাহার নামীয় মূল আসামি মো: সেলিম মির্জা নিজেকে ডিবি পুলিশ পরিচয়দানের অপরাধে বোয়ালিয়া মডেল থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। এসআই মো: আবু হায়দার গ্রেফতারকৃত আসামি সেলিমকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে সেলিম অপর আসামি মো: ইমনের কথা প্রকাশ করে। সেলিমের দেওয়া তথ্যমতে সহকারি পুলিশ কমিশনার (বোয়ালিয়া) এর নেতৃত্বে এসআই মো: আবু হায়দার ও তার টিম আজ ৩০ মে(২৯ মে দিনগত) রাত ১ টায় অপর আসামি ইমনকে গ্রেফতার করে। এসময় তেরখাদিয়া কলেজ পাড়ায় অবস্থিত তার দোকান হতে নতুন ৪ টি ও পুরতান ৫ টি মোট ৯ টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ইমনের দেওয়া তথ্যমতে অপর আসামি জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে। এসময় বহরমপুর বাইপাস রেলক্রসিং-এ অবস্থিত তার দোকান হতে ৮ টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার হয়

অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ