রাজশাহী চারঘাটে ৮০০ গ্রাম হেরোইনসহ মোঃ খুশি আলী ওরফে খুশি (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দিবাগত রাত ৮টায় চারঘাট থানাধীন চারঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
গ্রেফতার মোঃ খুশি আলী চারঘাট থানার মিলিক গওরা গ্রামের মৃত আফজাল আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে , একজন মাদক কারবারী মাদকসহ যাত্রীবেশে বাস যোগে বাঘা হইতে রাজশাহী শহরের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ৭টায় চারঘাট বাজার এলাকায় ডাক-বাংলো সংলগ্ন বাঘা টু রাজশাহী গামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে র্যাব সদস্যরা।
পরে তথ্য অনুযায়ী আনাম পরিবহণ নামের একটি মিনি বাস (ঢাকা মেট্টো-জ-০৪-০৯৭০) আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় বাসের হেলপার, সুপারভাইজার, ড্রাইভার ও যাত্রীদের উপস্থিতিতে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে র্যাবের অফিসার ও সঙ্গীয় ফোর্স বাসের ভিতরেই গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব।
রাজশাহীর সময় / এম আর