২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০১:০০:০৮ অপরাহ্ন


বাগেরহাটে পুকুর থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
বাগেরহাটঃ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২২
বাগেরহাটে পুকুর থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার বাগেরহাটে পুকুর থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার


মোল্লাহাট উপজেলায় পুকুর থেকে আল-আমিন শেখ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২৯ মে) সকালে মোল্লাহাট উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের সংগ্রাম শেখের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মে) রাতে রাজমিস্ত্রীর কাজ শেষে বাড়িতে এসে গোসল করতে যেয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

আল- আমিন শেখ উপজেলার দারিয়ালা পূর্বপাড়া গ্রামের মো. ফুল মিয়া শেখের ছেলে। তিনি এ বছর মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

 নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আল-আমিন শেখ রাজমিস্ত্রির কাজ শেষে বাড়িতে ফিরে সংগ্রাম শেখের পুকুরে গোসল করতে যায়। এরপর থেকে তাকে খুঁজে পায়নি পরিবারের লোকজন।

রোববার সকালে স্থানীয়রা পুকুরের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরের ঘাটে পা পিছলে তিনি পড়ে গিয়ে পানিতে ডুবে সে মারা গেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।