২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৩:২২:২৮ অপরাহ্ন


চলনবিলের তাড়াশের সান্দ্রা গ্রামে নিখোঁজের ১ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২২
চলনবিলের তাড়াশের সান্দ্রা গ্রামে নিখোঁজের ১ দিন পর অটোচালকের লাশ উদ্ধার চলনবিলের তাড়াশের সান্দ্রা গ্রামে নিখোঁজের ১ দিন পর অটোচালকের লাশ উদ্ধার


চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার ২ নং বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে নিখোঁজের ১ দিন পর অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

  বৃহষ্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮ টায় বারুহাস-তাড়াশ রাস্তার আবুল ব্রীজ ও হেদার খাল সংলগ্ন একটি মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

  নিহত অটো চালকের নাম ইসলাম ((৩৫)। ইসলাম বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে। 

স্থানীয়রা জানায়, গতকাল(২৫ মে) বুধবার বিকালে সিংড়ার তিশিখালী মাজারে যাওয়ার কথা বলে  ইসলামের অটো ভাড়া করেন ১ মহিলা সহ ২ যুবক। ইসলাম ভাড়া নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেও সন্ধায় ফিরে না আসায় বাড়ির লোকজন খোজা খুজি করতে থাকে এবং গভীর রাত পর্যন্তও তার কোন সন্ধান পাওয়া যায়না।  তার মোবাইল ফোনও  বন্ধ পাওয়া যায়।

  বৃহষ্পতিবার সকালে মাঠে গরু দিতে গিয়ে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

 প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসলামের অটো ছিনতাই করে গভীর রাতেই গলায় লুঙ্গি পেচিয়ে হত্যা করা হয় তাকে।

তাড়াশ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামবলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুল ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 

রাজশাহীর সময়/জেড