২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৫৬:১৪ পূর্বাহ্ন


রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২২
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


 রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ মোঃ রাকিব (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

বুধবার (২৫ মে) রাত ৮টায় চারঘাট থানাধীন জয়পুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯১০ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। 

গ্রেফতার মাদক কারবারি মোঃ রাকিব চারঘাট থানার গৌরশহরপুর (নতুনপাড়া) গ্রামের মৃত মকিবরের ছেলে।

বুধবার রাত পৌনে ১২টায় র‌্যাব-৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, একজন মাদক কারবারি মাদকদ্রব্যসহ যাত্রীবেশে ব্যাটারীচালিত অটো যোগে তালতলা হতে রাজশাহী মহানগরীর বিনোদপুর (রাবি) মেইন গেইটের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন জয়পুর গ্রামে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাব-৫, এর সদস্যরা। 

চেকপোষ্ট পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি যাত্রীসহ ১টি ব্যাটারী চালিত অটো নিয়ে চেকপোষ্টের কাছে আসলে চালককে সংকেত দিয়ে থামানো হয়। এ সময়  কৌশলে অটো থেকে নেমে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি রাকিবকে ৯১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।