২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:১১:০৩ অপরাহ্ন


নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ইয়ানুস আলী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ইয়ানুস আলী গ্রেফতার নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ইয়ানুস আলী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইয়ানুস আলী (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারি মোঃ ইয়ানুস আলী নগরীর উপকন্ঠ দামকুড়া থানার চর-মাঝারদিয়া গ্রামের মোঃ সৈয়দ আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, মঙ্গলবার (২৪ মে) সন্ধার দিকে গাপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মহানগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ইয়ানুস আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। 

গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।