২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:১০:৪০ পূর্বাহ্ন


ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা ফাইল ফটো


ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু করেছেন রুশ সেনারা। এই হামলার ফলাফল ওই অঞ্চলে রুশ বাহিনীর সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

রাশিয়া পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশ দোনেস্ক এবং লুহানস্কের দনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে এবং মূল পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে একটি এলাকায় আটকে রাখার চেষ্টা করছে।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, প্রায় ৫০ দেশের প্রতিরক্ষা নেতারা ইউক্রেনে আরও অত্যাধুনিক অস্ত্র পাঠাতে একমত হয়েছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে হারপুন লাঞ্চার এবং ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র ইউক্রেনের উপকূল রক্ষায় ব্যবহার হবে।

রাজশাহীর সময়/এমজেড